আগরতলা : জড়োয়ার সিং ও ফতে সিং নিজেদের ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করতে অস্বীকার করায় তাদেরকে হত্যা করা হয়েছিল। এদের স্মরণে সারা দেশে ২৬ ডিসেম্বর বীর বাল দিবস পালনের ঘোষণা দেন প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী। এবছরই প্রথম দিবসটি উদযাপন করা হয়। মঙ্গলবার সারা দেশের সঙ্গে রাজ্যেও মঙ্গলবার এই দিবস পালিত হয় প্রদেশ বিজেপির তরফে। এদিন সকালে আগরতলা হয় রেলি।ত্রিপুরা প্রদেশ বিজেপির উদ্যোগে চানমারি স্কুলের সামনে থেকে শহীদ বীর বাল দিবস উদযাপন করা হয়। উপস্থিত বিজেপির সভাপতি রাজিব ভট্টাচার্য, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, প্রাক্তন বিধায়ক ডাঃ দিলীপ দাস, প্রাক্তন বিধারিকা মিমি মজুমদার সহ বিশিষ্টজনেরা। এদিন চানমারি স্কুলের সামনে থেকে রেলির সূচনা হয়। বিভিন্ন এলাকা ঘুরে রেলি শেষ হয় আর্মির গুরুদুয়ারে গিয়ে। শহীদ দুই বালকের প্রতি গুরুদুয়ারে প্রার্থনা করা হয় সেখানে।
বীর বাল দিবস উদযাপন রাজ্যেও
160
previous post