আগরতলা : প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে সরকারিভাবে রাজ্যের সর্বত্র প্রস্তুতি শুরু হয়ে গেছে। প্রতিবছর ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান হয় রাজধানীর আসাম রাইফেলস ময়দানে। সেখানে বিভিন্ন বাহিনীর প্ল্যাটুন কুচকাওয়াজে অংশ নেন। পরিবেশিত হবে বিভিন্ন বিদ্যালয়ের পড়ুয়াদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।এখন প্রতিদিন চলছে মহড়া। আসাম রাইফেলস ময়দানে অনুষ্ঠান সংবাদ মাধ্যমের কর্মীরা কিভাবে কভারেজ করবেন তা নিয়ে বিস্তারিত দেখতে শনিবার মাঠে যান তথ্য সংস্কৃতি, জেলা প্রশাসন ও পুলিসের তরফে আধিকারিকরা। তথ্য-সংস্কৃতি দপ্তরের যুগ্ম অধিকর্তা অনুপম চক্রবর্তী জানান, অনুষ্ঠান যাতে সুন্দর ভাবে সম্পন্ন করা যায় সেজন্য এদিন মাঠ পরিদর্শন।প্রস্তুতি প্রায় শেষ। অনুশীলন চালিয়ে যাচ্ছেন অংশগ্রহণ যারা করবেন সাংস্কৃতিক দল গুলি।
প্রজাতন্ত্র দিবস সামনে রেখে আসাম রাইফেলস ময়দান পরিদর্শন
138
previous post