আগরতলা : দীপক দাসের পরিবারের পাশে দাঁড়াল সরকার।জটিল রোগে আক্রান্ত দুই যমজ কন্যা সন্তানের অক্সিজেন সিলিন্ডার বিনামুল্যে দেওয়া হবে সরকারি হাসপাতাল থেকে।মোহনপুর মহকুমার দক্ষিণ তারানগর এলাকার বাসিন্দা ক্ষুদ্র মাংস ব্যবসায়ী দীপক দাসে দুই সন্তান কয়েক বছর ধরেই অসুস্থ। রাজ্য- ভিরাজ্যে চিকিৎসা করানো হলেও সুস্থ হয়ে উঠেননি। ফলে এখন বাড়িতে রেখেই অক্সিজেন দিয়ে রাখতে হয় তাদের। কিন্তু প্রতিদিন চারটি করে অক্সিজেন সিলিন্ডারের খরচ পরিবারের পক্ষে বহন করা সম্ভব হচ্ছে না। এই অবস্থায় সরকারি সাহায্যের প্রার্থনা করেন উনার স্ত্রী। সেই আবেদনে সাড়া দিয়ে এই পরিবারের পাশে দাঁড়িয়েছেন এলাকার বিধায়ক তথা বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ। মন্ত্রী এদিন দীপক দাসকে নিয়ে জিবি হাসপাতালে এসে স্বাস্থ্য সচিব সহ হাসপাতালের অতিরিক্ত মেডিক্যাল সুপারের সঙ্গে কথা বলেন। স্বাস্থ্য দপ্তর যমজ কন্যা সন্তানের জন্য বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার ও প্রয়োজনীয় ঔষধের ব্যবস্থা করে দেওয়া হয়। এখন থেকে দিপক দাস মোহনপুর হাসপাতাল থেকে বিনামূল্যে প্রয়োজনীয় অক্সিজেন সিলিন্ডার নিয়ে যেতে পারবেন বলে জানান মন্ত্রী। অক্সিজেনের যেন কোন সমস্যা না হয় তার জন্য দুইটি অক্সিজেন কনসেনট্রেটরও দিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও এদিন মোহনপুর পুর পরিষদের তরফে দীপক দাসের হাতে ৫১ হাজার টাকার চেক দেওয়া হয় মন্ত্রী রতন লাল নাথের উপস্থিতিতে।
যমজ সন্তানের জন্য সরকারি হাসপাতাল থেকে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার পাবেন দীপক দাস
177
previous post