আগরতলা : রাজ্যের পর্যটন পরিকাঠামো বিকাশের লক্ষ্যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এর মাধ্যমে ছবিমুড়া, কৈলাশহরের সোনামুখী এলাকা, চতুদর্শ দেবতা মন্দির এবং কসবা কালী মন্দির চত্তরের পর্যটন পরিকাঠামো উন্নয়নের কাজ হাতে নেওয়া হয়েছে। এক্ষেত্রে অর্থ ব্যয় করার পরিকল্পনা নেওয়া হয়েছে ছবিমুড়া, ফটিক সাগর এবং অমর সাগর উন্নয়ন ৬৭ কোটি ৭৬ লক্ষ টাকা,উনকোটির সোনামুখী এলাকার জন্য ৬৯ কোটি ১৯ লক্ষ টাকা,চতুদর্শ দেবতা মন্দিরের জন্য ১২ কোটি ৫১ লক্ষ টাকা,কসবা কালী মন্দিরের জন্য ১৭ কোটি ৬৬ লক্ষ টাকা। বৃহস্পতিবার পর্যটন দপ্তরের সচিব ও অধিকর্তাকে সঙ্গে বসিয়ে সাংবাদিক সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি পর্যটনের উন্নয়নে পরিকল্পনার কথা তুলে ধরে জানান, প্রাকৃতিক পরিবেশ বান্ধব গন্তব্যস্থলে পর্যটকদের আকৃষ্ট করার লক্ষ্যে ৫১ টি লগ হাট নির্মানের কাজ হাতে নেওয়া হয়েছিল। ইতিমধ্যে মোট ৪১ টি লগ হাট পর্যটকদের জন্য চালু করা হয়েছে এবং ছবিমুড়ার বাকি ১০ টি লগ হাটের কাজও সম্পন্ন হয়েছে এবং খুব সহসাই পর্যটকদের জন্যে চালু করা হবে।রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র উদয়পুরের ‘মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির’কে একটি আধ্যাত্বিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা এবং দেশ বিদেশের পর্যটকদের কাছে আরও আকর্ষনীয় করে তোলার লক্ষ্যে ভারত সরকারের পর্যটন মন্ত্রক ‘প্রসাদ’ প্রকল্পে ৩৭ কোটি ৮০ লক্ষ টাকা মঞ্জুর করেছে এবং মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির চত্তরের পরিকাঠামো উন্নয়নের কাজ চলছে।মন্ত্রী আরও জানান, ত্রিপুরার পর্যটন শিল্পের প্রচার ও প্রসারের লক্ষ্যে এবং ত্রিপুরাকে রাজ্য ও বহি-রাজ্যের পর্যটকদের সামনে তুলে ধরার জন্য ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলীকে ত্রিপুরা পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে। তিনি ত্রিপুরা সফরও করে গেছেন। এর ফলে বেড়েছে পর্যটকের সংখ্যা ও আয়। পাশাপাশিউ মন্ত্রী জানান, রাজ্য পরিকল্পনা দপ্তরের মাধ্যমে উদয়পুরের মহাদেব দীঘির উন্নয়নের জন্য ৮ কোটি টাকা এবং ব্রহ্মকুন্ড পর্যটন কেন্দ্রের উন্নয়নের জন্য ১৫ কোটি মঞ্জুরী পাওয়া গেছে। স্বদেশ দর্শন – ১.০ প্রকল্পের মাধ্যমে আগরতলা, সিপাহীজলা, মেলাঘর, উদয়পুর, অমরপুর, মন্দিরঘাট, তীর্থমুখ, নারকেলকুঞ্জ, ডঙ্গুর, আমবাসা, বড়মুড়া ইত্যাদি পর্যটন কেন্দ্রের পরিকাঠামো উন্নয়নের কাজ হয়েছে। এই প্রকল্পে এখন পর্যন্ত সর্বমোট ৯১ কোটি ৬৭ লক্ষ টাকা খরচ হয়েছে। আরো ১৬ কোটি ৮৮ লক্ষ টাকা পাওয়া গেছে।এছাড়াও বিভিন্ন প্রকল্পের বিষয় তিনি তুলে ধরেন সাংবাদিক সম্মেলনে।
পর্যটনের উন্নয়নে নেওয়া পরিকল্পনা তুলে ধরলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী
105
previous post