আগরতলা : আন্তর্জাতিক নার্সেস দিবস বিভিন্ন কর্মসূচি মধ্য দিয়ে পালন করা হয় রবিবার রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবিসহ বিভিন্ন জায়গায় প্রায় 3 শতাধিক চারা গাছ রোপন করা হয়।জিবি হাসপাতাল থেকে বৃক্ষরোপন কর্মসূচির সূচনা হয় ।সারা রাজ্যের বিভিন্ন ইনস্টিটিউটে একই সময়ে ৩০০ টিরও বেশী বৃক্ষরোপন করা হয়েছে। দিনভর চলে এই বৃক্ষ রোপন কর্মসূচি। পাশাপাশি একদিন নার্সিং কাউন্সিলের তরফে রোগীদের মধ্যে বিতরণ করা হয় তরমুজ ও শরবত।উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিকর্তা এবং নার্সিং কাউন্সিলের সভাপতি ডাঃ সঞ্জীব দেববর্মা , সহ অধিকর্তা ডাঃ সৌভিক দেববর্মা, ডেপুটি মেডিকেল সুপার ডাঃ কনক চৌধুরী, রেজিস্টার নন্দা মগ, আইনজীবী বিদ্যুৎ সূত্রধর সহ বিভিন্ন হাসপাতালের নার্সিং অফিসার এবং বিভিন্ন কলেজের স্টুডেন্ট, ফ্যাকাল্টি। কর্মসূচিকে ঘিরে বেশ সাড়া পড়ে। ফ্লোরেন্স নাইটিংগেলের জন্মদিনটি প্রতিবছর আন্তর্জাতিক সেবিকা দিবস হিসেবে পালন করা হয়ে থাকে।
সেবিকা দিবসে বৃক্ষরোপণ ও রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ জিবি হাসপাতালে
226
previous post