আগরতলা : দুইদিন ব্যাপী ৫১ তম রাজ্যস্তরীয় বাল বৈজ্ঞানিক প্রদর্শনী” শুরু হবে শুক্রবার। বিদ্যালয়স্তরের শিশু-কিশোরদের সহজাত কৌতূহল প্রবৃত্তি, সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তির বিকাশের জন্য আগামীদিনে দেশের আত্মনির্ভরশীলতার লক্ষ্যে বিজ্ঞান ও গণিত শিক্ষার বিকাশের জন্য ২ ও ৩ ফেব্রুয়ারী এসসিইআরটি’র উদ্যোগে হবে বাল বৈজ্ঞানিক প্রদর্শনী।এবারের ভাবনা “সমাজ কল্যাণের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি”।বৃহস্পতিবার মহাকরণে সাংবাদিক সম্মেলনে বিস্তারিউত জানান শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভেল হেমেন্দ্র কুমার। উপস্থিত ছিলেন শিক্ষা অধিকর্তা এন সি শর্মা। বিশেষ সচিব জানান, আগামী ২ ফেব্রুয়ারী মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা রাজধানীর মহারাণী তুলসীবতী বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে রাজ্যস্তরীয় এই বাল বৈজ্ঞানিক প্রদর্শনীর উদ্বোধন করবেন। প্রদর্শনীর আগে বৃহস্পতিবার আগরতলা শহরে হয় রেলি। রাজধানীর বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এবং জনগণকে মিলেট আহার সম্পর্কে সচেতন করার লক্ষ্যে শোভাযাত্রা করা হয়েছে। শোভাযাত্রা উমাকান্ত ইংলিশ মিডিয়াম স্কুল থেকে শুরু হয়ে মহারাণী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে শেষ হয়। দু’দিন ব্যাপী এই প্রদর্শনী চলাকালীন সময়ে মিলেট আহার সম্পর্কে সচেতনতা বিষয়ক আলোচনা, বিজ্ঞান এবং পরিবেশ বিষয়ক আলোচনা চক্র, ক্যুইজ প্রতিযোগিতা করা হবে। রাজ্যের প্রতিটি জেলা থেকে ৫ জন করে নির্বাচিত খুদে বিজ্ঞানী এবং সহযোগী শিক্ষার্থীসহ মোট ৪০ টি মডেল এই প্রদর্শনীতে অংশ নেবে। এদের মধ্য থেকে বাছাই করা সেরা ১০ জন অংশগ্রহণকারীর মডেল দিল্লিতে পাঠানো হবে জাতীয় আসরে অংশ নেওয়ার জন্য বাছাই করতে।এদিকে “৫১-তম রাজ্যস্তরীয় বাল বৈজ্ঞানিক প্রদর্শনী” উদ্বোধনী অনুষ্ঠানে “কণাদ” শীর্ষক একটি স্মরণিকাও উন্মোচিত হবে।বাল বৈজ্ঞানিক প্রদর্শনীর পুরস্কার বিতরণ করা হবে ৩ তারিখ।
রাজ্য ভিত্তিক বাল বিজ্ঞান প্রদর্শনীতে ৪০ টি মডেল
135
previous post