আগরতলা : স্বাস্থ্য শিবিরের মাধ্যমে চিকিৎসা পরিষেবার পাশাপাশি ওষুধ বিলি করা হয় রোগীদের মধ্যে। ছুটির দিনে রবিবার শিবিরকে ঘিরে বেশ সাড়া পড়ে রাজধানীর ভট্টপুকুর নিবেদিতা সংঘ এলাকায়। সামাজিক কাজে বরাবরই এগিয়ে আসে মা ঊষা চ্যারিটেবল ট্রাস্ট। বিভিন্ন জায়গায় বিজেপি ত্রিপুরা প্রদেশের ডক্টর সেলের সহযোগিতায় স্বাস্থ্য শিবির করে থাকে এই সংস্থা। রবিবার মেগা স্বাস্থ্য শিবির করা হয় ভট্টপুকুর নিবেদিতা সংঘে। সহযোগিতায় ছিল জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরাও। শিবিরে এলোপ্যাথি,আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথির চিকিৎসা পরিষেবা দেন চিকিৎসকরা। বিভিন্ন বিভাগে ৩৫ জন ডাক্তার পরিষেবা দেন শিবিরে। বিনামূল্যে সুগার টেস্ট সহ বিভিন্ন পরীক্ষা করানো হয়। সকাল থেকেই লোকজন শিবিরে ভির জমান। এ ধরণের শিবির আগামী দিনেও প্রত্যন্ত এলাকায় করা হবে বলে জানান মা ঊষা চ্যারিটেবল ট্রাস্ট এর সম্পাদক ডাক্তার সুশান্ত রায়।
নিবেদিতা সংঘে স্বাস্থ্য শিবির ঘিরে সাড়া
150
previous post