ত্রিপুরা আগরতলা : জঙ্গলে মদের আসরে বিবাদ। এর জেরে খুন এক যুবক। ঘটনা আমতলী থানা এলাকায়। পুলিস মূল অভিযুক্ত সহ তিনজনকে আটক করেছে। তাদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। মঙ্গলবার রাতে আমতলী থানার অন্তর্গত বাবুল চৌমুহনী ১৯ কার্ড এলাকায় ঘটনাটি ঘটে। জানা গেছে একটি রাবার বোর্ডের পাশে প্রায় ৫ জন মিলে মদের আসর বসায়। সেখানেই কোন বিষয় নিয়ে তাদের মধ্যে ঝামেলা হয়। অভিযোগ তখনই এলাকার দুলাল শীলের ছেলে সুরজিৎ শীলকে একসময় বাবুল আচার্য উরফে কৃষ্ণ নামে এক যুবক ধারালো দা দিয়ে মাথায় আঘাত করে। সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়ে সুরজিৎ শীল।ঘটনার পরে সেখান থেকে পালিয়ে যায় মূল অভিযুক্ত সহ অন্যরা। বুধবার সকালে ঘটনা স্থানীয়দের নজরে আসে। খবর পেয়ে আমতলী থানার ওসি রঞ্জিত দেবনাথ সহ আমতলীর মহকুমা পুলিশ আধিকারিক পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থলের ছুটে যায়। ঘটনাস্থলে ছুটে যায় ফরেনসিক টিমও।খবর পেয়ে মৃত যুবকের পরিবারের লোকজন ছুটে যান। তারা কান্নায় ভেঙে পড়েন।সকালে মূল অভিযুক্ত বাবুল আচার্য ওরফে কৃষ্ণ সহ সায়ন রায় এবং রাজু সরকারকে পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে যায়। পুলিশের জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা ঘটনার স্বীকার করে বলে জানিয়েছে পুলিশ আধিকারিকরা। পরে সুরজিৎ শীল মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাঁপানিয়া মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।আমতলী থানার পুলিশ মামলা নিয়ে ঘটনার তদন্ত করছে। বৃহস্পতিবার অভিযুক্তদের আদালতে পাঠানো হবে। যুবক খুনের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
মদের আসরে বচসার জেরে খুন এক যুবক
144
previous post