আগরতলা : অযোধ্যায় রাম লালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে বহু লড়াইয়ের মধ্য দিয়ে। জানুয়ারি মাসে এর উদ্বোধন হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে। প্রধানমন্ত্রীর কারণেই প্রাণ প্রতিষ্ঠা হয়েছে রাম লালার। এজন্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়ে পত্র পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা প্রদেশ বিজেপি। পঞ্চায়েত স্তর থেকে প্রদেশ পর্যন্ত সব কার্যকর্তারা এই পত্র পাঠাবেন। সোমবার আগরতলায় এর সূচনা হয়। এদিন ডাকঘরের প্রধান কার্যালয়ে এসে প্রধান মন্ত্রীর উদ্দেশ্যে পত্র পাঠান প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রদেশ সহ- সভাপতি পাপিয়া দত্ত, সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য সহ বিভিন্ন শাখা সংগঠনের কার্যকর্তারা। রাজীব বাবু এদিন বলেন, সারা রাজ্য থেকে এই পত্র পাঠানো হবে। আগামী দিনে দফায় দফায় জেলা- পঞ্চায়েত স্তর থেকেও জন প্রতিনিধি-কার্যকর্তারা পত্র পাঠাবেন প্রধানমন্ত্রীকে।
প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে পাঠানো হয় পত্র
146