আগরতলা : প্রথা রীতি নীতি মেনে আনন্দময়ী কালীবাড়িতে হচ্ছে জগদ্ধাত্রী পূজা। মঙ্গলবার সকালে কালীবাড়িতে ভিড় জমান ভক্তরা। জগদ্ধাত্রী হিন্দু শক্তি দেবী। ইনি দেবী দুর্গার পার্বতী অপর রূপ। উপনিষদে তার নাম উমা হৈমবতী। যদিও জগদ্ধাত্রী আরাধনা বিশেষত বঙ্গদেশেই প্রচলিত। কার্তিক মাসের শুক্লা নবমী তিথিতে দেবী জগদ্ধাত্রীর বাৎসরিক পূজা অনুষ্ঠিত হয়। হিন্দু বাঙালির ধর্মীয় মানসে রাজসিক দেবী দুর্গা ও তামসিক কালীর পরেই স্থান সত্ত্বগুণের দেবী জগদ্ধাত্রীর। পশ্চিমবাংলার কৃষ্ণনগর রাজবাড়ির মতে এই পূজা মহারাজ কৃষ্ণচন্দ্র রায় ১৭১০ খৃষ্টাব্দ এ শুরু করেছেন। তিনি নাকি তৎকালীন নবাবের কাছে কোন এক কারণে দুর্গা পূজার সময়ে বন্দি হন এবং পরে দুর্গা পূজার পর ছাড়া পেলে স্বপ্নাদেশে পরের মাসের অর্থাৎ কার্তিক শুক্লা নবমীতে এই পূজার প্রচলন করেন। তবে এনিয়ে অনেক মতান্তর রয়েছে। প্রতিবছর এই পূজা রাজ্যেও হয়ে থাকে বিভিন্ন জায়গায়। আগরতলা আনন্দময়ী কালীবাড়িতেও এই পূজা হয়।সপ্তমী, অষ্টমী ও নবমী – এই তিন দিন জগদ্ধাত্রীর পূজা হয়ে থাকে। তবে অনেকে নবমীর দিন তিন বার পূজা করে সপ্তমী, অষ্টমী ও নবমী পূজা সম্পন্ন করেন। মঙ্গলবার মহাসাড়ম্বরে এই পূজা হয়েছে আনন্দময়ী কালী আশ্রমে। প্রচুর লোকজন ভিড় জমান সকাল থেকে। নিষ্ঠার সঙ্গেই হয়ে থাকে এই পূজা।
রীতি মেনেই রাজ্যেও হয় জগদ্ধাত্রী পূজা
220
previous post