আগরতলা : দীর্ঘদিন ধরে রাজ্যে বেআইনি যে অলিম্পিক এসোসিয়েশন ছিল এর থেকে রাজ্যকে মুক্তি দেওয়া গেছে। বর্তমানে নতুন সংগঠন হয়েছে। শুক্রবার এন এস আর সিসিতে সাংবাদিক সম্মেলনে একথা জানান ক্রীড়া পর্ষদের সচিব সুকান্ত ঘোষ। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অলিম্পিক এসোসিয়েশনের চেয়ারম্যান রতন সাহা সহ অন্যরা। ক্রীড়া পর্ষদের সচিব সুকান্ত ঘোষ জানান তৃতীয় উত্তর- পূর্বাঞ্চল ক্রীড়া আসর হচ্ছে নাগাল্যান্ডে। চলতি মাসের ১৮ তারিখ থেকে ২৩ তারিখ পর্যন্ত চলবে প্রতিযোগিতা। এতে ত্রিপুরা থেকে ১০ ইভেন্টে খেলোয়াড়রা অংশ নেবেন।১৬ তারিখ তারা নাগাল্যান্ডের উদ্দেশ্যে রওয়ানা হবে। প্রায় ১৫১ জন যাবে।যেসব ইভেন্টে ত্রিপুরা দল অংশ নেবে সেগুলির মধ্যে রয়েছে ব্যাডমিন্টন, ফুটবল, লং টেনিস, ভলিবল, বাস্কেটবল, টেবিল টেনিস। এদিকে ত্রিপুরা ভলিবল এসোসিয়েশনের তরফে আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করা হয়। নর্থ- ইস্ট আসরের জন্য ভলিবল খেলোয়াড়দের হাতে জার্সি তুলে দেন সংগঠনের কর্মকর্তারা শুক্রবার।
উত্তর-পূর্বাঞ্চল গেমসে অংশ নেবে ত্রিপুরা
349
previous post