181
আগরতলা : নিয়ম রক্ষার ম্যাচে চলমান সংঘকে ৭-০ গোলে প্রিয়াজিত করলো জম্পুইজলা প্লে সেন্টার। মঙ্গলবার ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন পরিচালিত সিনিয়র মহিলা লিগ ফুটবল প্রতিযোগিতায় মুখোমুখি হয় জম্পুইজলা প্লে সেন্টার ও চলমান সংঘ। উমাকান্ত মিনি স্টেডিয়ামে এদিনের ম্যাচটি নিয়মরক্ষার ছিলো উভয় দলের কাছে। সেই নিয়মরক্ষার ম্যাচে ৭-০ গোলের ব্যবধানে চলমান সংঘকে পরাজিত করে জয়ের ধারা অব্যাহত রাখলো। আসরের সুপার চারে ইতিমধ্যে জায়গা করে নিয়েছে জষ্পুইজলা প্লে সেন্টার। অন্যদিকে চলমান সংঘ প্রতিযোগিতায় টানা পরাজিত হওয়ার ফলে আসর থেকে ছিটকে যায়।