আগরতলা : বিধানসভা নির্বাচন শেষ হওয়ার তিন- চার মাসের মধ্যেই বিরোধী ঘরে হানা দিচ্ছে শাসক দল। সোমবার ২১ জন নেতা- কর্মী কংগ্রেস তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে শামিল হন। ২০২৪ লোকসভা নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কর্মসূচী জারি রেখেছে গেরুয়া শিবির। বিভিন্ন জায়গায় চলছে কর্মসূচী। একই সঙ্গে বিরোধী দলগুলিতে থাবাও বসাচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায়। সম্প্রতি কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস ছেড়েছেন প্রশান্ত ভট্টাচার্য ও আশিস লাল সিংহ। এবার আমবাসা, আগরতলা ও বনমালীপুর বিধানসভা কেন্দ্রে দুই বিরোধী দলে ভাঙন। এদিন প্রশান্ত ভট্টাচার্য ও আশিস লাল সিংহের হাত ধরে দুই দল ছেড়ে ২১ জন নেতা- কর্মী বিজেপিতে যোগ দেন। তাদের বরণ করে নেন দলীয় পতাকা দিয়ে প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদক অমিত রক্ষিত, বিজেপি সদর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য ও যুব সংগঠনের নেতৃত্ব।
কংগ্রেস- তৃণমূল ছেড়ে ২১ জন বিজেপিতে
160
previous post