140
আগরতলা : অনেকদিন ধরে আলোচনার পরে অবশেষে আম্পায়ার ও স্কোরারদের মধ্যে নির্দিষ্ট পোশাক দেওয়া হয়।ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের স্বীকৃত আম্পায়ার ও স্কোরারদের হাতে ড্রেস তুলে দেওয়া হল। বুধবার এমবিবি স্টেডিয়ামের ক্লাব হাউসে হয় ছোট পরিসরে অনুষ্ঠান। সেখানে ৩১ জন আম্পায়ার ও ২০ জন স্কোরারকে নির্দিষ্ট পোশাক, ব্যাগ সহ বিভিন্ন কিটস দেওয়া হয়। এসব পেয়ে খুশি তারা। উপস্থিত ছিলেন ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের সচিব সুব্রত দে,এসোসিয়েশনের কোষাধাক্ষ বাসুদেব চক্রবর্তী সহ অন্যান্যরা।