আগরতলা : বেসরকারি নামী বিভিন্ন সংস্থায় রাজ্যের বেকারদের কর্মসংস্থানের সুযোগ করে দিতে বছরের বিভিন্ন সময়ে হয় চাকরি মেলা। শুক্রবার ফের চাকরি মেলা হয়। একে ঘিরে বেকারদের মধ্যে বেশ সাড়া পড়ে।ভারত সরকারের ন্যাশনাল কেরিয়ার সার্ভিস প্রকল্পের আওতায় রাজ্যের মডেল কেরিয়ার সেন্টার আগরতলার ব্যবস্থাপনায় শুক্রবার শ্রম তবনে হয় চাকরি মেলা। এদিনের চাকরি মেলায় একটি বেসরকারি কোম্পানি অংশগ্রহন করে। এই কোম্পানিতে মোট ২৫ পদের জন্য ইন্ত্রাভিউ নেওয়া হয়।চাকরি মেলায় চাকরি প্রত্যাশীরা উৎসাহের সাথে অংশগ্রহণ করে। ই.এস এন্ড এম.পি দপ্তরের অধিকর্তা অসীম সাহা জানান বছর ব্যাপী চাকুরি মেলার আয়োজন করা হয় বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের জন্য। শুধু সরকারি নয়, বেসরকারি সংস্থায়ও যাতে কাজের সুযোগ হয় বেকারদের সেজন্য এ ধরণের পদক্ষেপ।
চাকরি মেলা ফের আগরতলায়
133