46
আগরতলা : অবশেষে পেট্রোল-ডিজেল নিয়ে আশার বাণী শোনালেন পরিবহণ ও খাদ্য মন্ত্রী সুশান্ত চৌধুরী।তিনি জানান শুক্রবার থেকে রাজ্যে পেট্রোল ও ডিজেল সঙ্কট স্বাভাবিক হয়ে যাবে।আশার বাণী শোনালেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান বুধবার রেলের দুটি ওয়াগনার পেট্রোল ও ডিজেল নিয়ে রাজ্যে পৌঁছে গেছে। বৃহস্পতিবার রাতের মধ্যে রাজ্যের বিভিন্ন পেট্রোল পাম্প গুলিতে এই পেট্রোল ও ডিজেল পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি আসামের লামডিং ও বদরপুরের মধ্যে যে রেল ট্র্যাকের ক্ষতি হয়েছে তা এক দুই দিনের মধ্যে সারাই হয়ে যাবে। বুধবার যে পেট্রোল ও ডিজেল রাজ্যে এসে পৌঁছেছে তা দিয়ে রাজ্যের ৮ থেকে ৯ দিন চলে যাবে।