আগরতলা : প্রতিবছর রাজ্যেও দেবশিল্পী বিশ্বকর্মা পূজা হয়ে থাকে মহাসাড়ম্বরে। এবছরও এর ব্যতিক্রম ঘটবে না। অফিস –আদালত, বাড়িঘর, কলকারখানায় পূজিত হয়ে থাকেন দেবশিল্পী। এবছর মঙ্গলবার পূজিত হবেন দেবশিল্পী বিশ্বকর্মা। কিন্তু বাজারে ছ্যাকা মূল্যবৃদ্ধির। প্রতিমা থেকে শুরু করে ফল- সবকিছুরই দাম আকাশছোঁয়া। একদিকে মূল্যবৃদ্ধি অন্যদিকে বাজার মন্দা। বিশ্বকর্মা পুজাকে সামনে রেখে সোমবার রাজধানীর বিভিন্ন বাজার গুলিতে মূর্তি নিয়ে হাজির হয়ে গেছেন মৃৎশিল্পীরা। মেলাঘর সহ বিভিন্ন স্থান থেকে মৃৎ শিল্পীরা বিশ্বকর্মার প্রতিমা নিয়ে রাজধানীর বাজার গুলিতে বসেছেন বিভিন্ন জায়গায়। মূর্তির চাহিদা বিগত বছরের তুলনায় কিছুটা কম। মৃৎশিল্পীরা জানান এবার বিশ্বকর্মা মূর্তির চাহিদা একেবারে নেই। অন্যান্য বছরের তুলনায় এবছর মূর্তি কম তৈরি করেছেন। মূর্তি তৈরির সামগ্রীর মূল্য আগের তুলনায় অনেকটা বৃদ্ধি পেয়েছে। ফলে মূর্তি বিক্রি করে আগের মতো তেমন একটা লাভ হয় না। ফলে চিন্তার ভাঁজ মৃৎ শিল্পী থেকে শুরু করে ফল ব্যবসায়ীদের। তবে সাধ ও সাধ্যের মধ্যেও দেবশিল্পীর আরাধনায় ব্রতী হবেন আমজনতা।
দেবশিল্পীর বাজারে অগ্নি মূল্যের ছ্যাকা
87