আগরতলা : প্রতিবছর দুর্গা পূজার আয়োজন করে থাকে আগরতলা পুর নিগম। নিগমের প্রধান কার্যালয়ে হয় পূজা। এবছরও এর ব্যতিক্রম ঘটেনি।বুধবার ষষ্ঠীর দিনে আগরতলা পুর নিগমের পুজো প্যান্ডেলের উদ্বোধন করলেন পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত।পুর নিগমের দুর্গা পূজা এই বছর ৬৭ তম বছরে পদার্পণ করেছে। এদিন পুর নিগমের পূজা মণ্ডপের উদ্বোধনের পাশাপাশি দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। বস্ত্র বিতরণ অনুষ্ঠানে পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত ছাড়াও উপস্থিত ছিলেন কর্পোরেটর প্রদীপ চন্দ, কর্পোরেটর হীরালাল দেবনাথ, ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশানের সভাপতি তপন লোধ সহ অন্যান্যরা। পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সকলকে সুশৃঙ্খল ভাবে দুর্গা পূজা দেখার জন্য এবং আনন্দ উপভোগ করার জন্য আহ্বান জানান। পাশাপাশি তিনি জানান যারা রাজ্যের আইন-শৃঙ্খলা অবনতি করতে চাইছে, তাদেরকে মা কখনো ক্ষমা করবেন না। পুর নিগমের পূজাকে ঘিরে ভালো সাড়া পড়ে নিগমের কর্মীদের মধ্যে।
পুজো উদ্বোধনের পাশাপাশি দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণ পুর নিগমের ডেপুটি মেয়রের
82