আগরতলা : রাজধানীর একটি মলে চুরির অভিযোগে আটক দুই যুবককে শুক্রবার আদালতে সোপর্দ করে পুলিস। ধৃতরা হল সুজয় ঘোষ ও দেবব্রত সাহা।তাদের বাড়ি আড়ালিয়া এলাকায়। ১৬ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর স্মার্ট বাজার মলে বেসরকারি সিকিউরিটি গার্ড তাদেরকে আটক করে। পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাদের। পরবর্তী সময় স্মার্ট বাজারের ম্যানেজার থানায় লিখিত অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে সুজয় ঘোষ ও দেবব্রত সাহাকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে ধৃতদের আদালতে সোপর্দ করে পুলিশ। পশ্চিম থানার ওসি জানান স্মার্ট বাজারের ম্যানেজার অভিযোগ করেছেন স্মার্ট বাজার থেকে প্রায় ৫ লক্ষ টাকার সামগ্রী চুরি হয়েছে। তাই ধৃতদের পুলিশ রিমান্ডে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ চালানো হবে। সেসব ঘটনায় তারা যুক্ত কিনা তা জানার চেষ্টা করবে পুলিসেম্নকি তাদের সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কিনা তাও জানতে চাইবে পুলিস।একথা জানান পশ্চিম আগরতলা থানার পুলিস।
মলে চুরির ঘটনায় গ্রেপ্তার রাজধানীর দুই যুবক
97
previous post