আগরতলা : নেশা মুক্ত ত্রিপুরা গড়ে তোলার কথা বলে সারা রাজ্যজুড়ে নেশাগ্রস্ত যুবক- যুবতীদের শাসক দলের অন্তর্ভুক্ত করে বিভিন্ন অপরাধজনিত কাজের সঙ্গে যুক্ত করা হচ্ছে।বুধবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিকজ সম্মেলনে এই অভিযোগ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। এদিন সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, রাজ্যে নেশায় আসক্ত হয়ে গত ১০ মাসে এইচ আই বি-তে আক্রান্ত হয়েছেন ১১১১ জন। প্রতিদিন গড়ে এইচ আই বি এইডস রোগী রাজ্যে সনাক্ত হচ্ছেন। যারা সনাক্ত হচ্ছে তারা সকলেই পড়ুয়া। তাঁর অভিযোগ পাড়ায় পাড়ায় কৌশলে শাসক দলের নেতা- নেত্রীরা নেশাকারবারীদের সঙ্গে মুনাফা লুটে নিচ্ছে। আত্মহত্যার নিরিখে সারা দেশের মধ্যে ত্রিপুরা কয়েকটি রাজ্যের মধ্যে একটি। প্রতিদিন রাজ্যের কোথাও না কোথাও গড়ে দুই-তিনজন আত্নহত্যা করছে। পাশাপাশি এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি সমালোচনা করেন জনজাতি সুরক্ষা মঞ্চের নামে ২৫ ডিসেম্বর বড়দিনের দিনে আগরতলা শহরে রেলি করার কর্মসূচী নিয়ে। তিনি বলেন, ধর্মের নামে যেখানে কোন সংরক্ষণ হয় না , কিন্তু এই ধরণের একটি বিষয়কে সামনে রেখে রেলি সংগঠিত ক্রেতে যাচ্ছে জনজাতি সুরক্ষা মঞ্চ। তিনি মন্তব্য করেন প্রকারান্তরে এই সংগঠন শাসক দলের বি টিম।প্রশাসন এই রেলির অনুমতি কি করে দিল তা নিয়েই প্রশ্ন তুলেন আশিস বাবু।এদিকে এদিন সাংবাদিক সম্মেলনের আগে একটি যোগ দান সভাও হয়।
শাসক দলের সমালোচনায় মুখর প্রদেশ কংগ্রেস সভাপতি
146
previous post