আগরতলা : যান দুর্ঘটনা কিছুতেই থামছে রাজ্যে। ফের রাজধানীতে দুর্ঘটনা। আহত ১০ জন। এদের মধ্যে ৯ জন পড়ুয়া। আগরতলা শহরের পুরাতন রাজভবনের সামনে ভিআইপি রোডে ভয়াবহ যান দুর্ঘটনা। একটি কমান্ডর গাড়ি রাধানগর থেকে ইকফাই কলেজের উদ্দেশ্যে যাচ্ছিল। এতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়া ছিল।গাড়িটি পুরাতন রাজভবনের সামনে যাওয়ার পর নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার মাঝে থাকা ডিভাইডারে ধাক্কা মারে। এতে আহত হয় ইকফাই কলেজের ৯ জন ছাত্র-ছাত্রী ও ১ জন শিক্ষক। দমকল বাহিনীর কর্মীরা আহতদের উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায়। আহতরা বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন। দমকল বাহিনীর এক কর্মী জানান আহতদের মধ্যে বেশিরভাগ ইকফাই কলেজের ছাত্র-ছাত্রী। আহতদের মধ্যে এক জনের আঘাত গুরুতর বলে জানান তিনি।
রাজধানীতে যান দুর্ঘটনায় ৯ জন পড়ুয়া সহ আহত ১০
85