আগরতলা : উৎসবের মরশুমে চোরের উৎপাত ক্রমেই বাড়ছে। সুযোগ পেলেই হাত সাফাই করছে চোরের দল।আগরতলা শহরে প্রতিনিয়ত ঘটে চলছে চুরির ঘটনা। বাড়ি ঘরের পাশাপাশি রাস্তার পাশে রাখা গাড়িতেও চুরির ঘটনা সংগঠিত করে যাচ্ছে চোরের দল। সুযোগ পেলেই চোরের দল হাতিয়ে নিচ্ছে বিভিন্ন মূল্যবান জিনিসপত্র। সোমবার রাতে রামনগর ৮ নং রোডের বাসিন্দা বিপ্রজিত ঘোষের মালবাহী অটো থেকে দুই চোর ব্যাটারি চুরি করে নিয়ে যায়। চুরির ঘটনা পাশের বাড়ির সিসি ক্যামেরায় রেকর্ড হয়ে যায়। দেখা যায় একটি পালসার বাইকে করে দুই চোর আসে এবং মালবাহী অটো থেকে ব্যাটারি চুরি করে পালিয়ে যায়। শুক্রবার সকালে অটোর মালিক ঘটনা প্রত্যক্ষ করে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
রাজধানীতে রাতের আঁধারে চুরির ঘটনা বেড়ে চলেছে
75
previous post