আগরতলা : টি এম সির কেলেঙ্কারির নিরপেক্ষ তদন্ত দাবি করলো ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এনিয়ে জনমত গড়ে তোলারও বার্তা দেওয়া হয় দলের তরফে সাংবাদিক সম্মেলনে। মঙ্গলবার ত্রিপুর প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী অভিযোগ করেন, রাজ্যে বিজেপি জোট সরকারের সময়ে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। বিজেপির একাংশ নেতা- কর্মীর আর্থিক অবস্থা এতোটাই বেড়ে গেছে ৭ বছরে যে আগের সঙ্গে মিল নেই। মুখপাত্র অভিযোগ করেন ,৭ বছরে ত্রিপুরায় গ্রাম-শহরে যত পাকা ভবন হয়েছে এর ৯৯ শতাংশের মালিক বিজেপি মন্ত্রী-বিধায়ক- নেতা অথবা বিজেপি আশ্রিত নেশাকারবারি। প্রবীর বাবু এদিন বলেন দুর্নীতি মুক্ত রাজ্য গড়ে তোলার প্রশ্নে কংগ্রেস লড়াই আন্দোলন জারি রেখেছে। এই আন্দোলনকে আরও বেগবান করার লক্ষে আগামী ১১ মার্চ আগরতলায় জন সমাবেশের আয়োজন করেছে কংগ্রেস। টি এম সি-র কেলেঙ্কারি নিয়ে এদিন কংগ্রেস মুখপাত্র বলেন, জার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাকে বরখাস্ত করা হয়েছে। কিন্তু অভিযুক্তকে পুলিস হেফাজতে নিয়ে তদন্ত করা উচিত বলে জানান মুখপাত্র। ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের যে কর্তৃপক্ষ এর সঙ্গে জড়িত তাঁকেও তদন্তের আওতায় আনার দাবি জানানো হয়। পাশাপাশি প্রদেশ কংগ্রেসের তরফে এই দুর্নীতির নিরপেক্ষ তদন্তের। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সহসভাপতি শান্তি রঞ্জন দেবনাথ, আদিবাসী কংগ্রেসের চেয়ারম্যান শব্দ কুমার জমাতিয়া, যুব নেতা শাহজাহান ইসলাম। এদিকে এদিন সাংবাদিক সম্মেলন থেকে ১১ তারিখের সমাবেশ সফল করার উপরে জোর দেওয়া হয়।
ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের তরফে টি এম সির দুর্নীতির নিরপেক্ষ তদন্ত দাবি করা হয়েছে
10
previous post