আগরতলা : রাজধানীতে মাটির নিচের গ্যাসের পাইপ লাইনে ফের বিপত্তি। আবার রাস্তার কভার ড্রেনের কাজ করতে গিয়ে কেটে গেল পাইপ। যদিও বড় ধরণের কোন দুর্ঘটনা ঘটেনি। সোমবার রাতে ঘটনাটি ঘটে রামনগর ২ নং রোড এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে সোমবার রাতে চাঞ্চল্য ছড়িয়ে পরে। রামনগর ২ নং রোড এলাকায় রাস্তার পাশে কভার ড্রেইন নির্মাণের কাজ চলছে। কভার ড্রেইন নির্মাণের জন্য সোমবার রাতে জেসিবি দিয়ে মাটি খননের কাজ চলছিল। সেই সময় আচমকা গ্যাসের পাইপ লাইন ফেটে গিয়ে গ্যাস নির্গত হতে থাকে। মুহূর্তের মধ্যে সেখানে কর্মরত শ্রমিকদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পরে। দেখা দেয় আতঙ্ক। খবর পেয়ে আগরতলা ফায়ার স্টেশন থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে যায়। তবে অগ্নিকাণ্ডের কোন ঘটনা ঘটেনি। ছুটে যায় টিএনজিসিএল-এর কর্মীরাও। তারা লাইন মেরামত করেন।
রামনগর দুই নম্বর রোডে গ্যাসের পাইপ লাইন কেটে ফের বিপত্তি
11