আগরতলা : রাজধানীতে ছিনতাই চক্রের দুই সদস্যকে জালে তুলল পুলিস। উদ্ধার ১০ টি মোবাইল।৭ নভেম্বর কৃষ্ণ মজুমদার নামে এক ব্যক্তি পূর্ব আগরতলা থানায় একটি মামলা দায়ের করে। অভিযোগ মহারাজগঞ্জ বাজার থেকে বাড়িতে যাওয়ার সময় কিছু দুষ্কৃতকারী উনার কাছ থেকে মোবাইল ছিনতাই করে নিয়ে যায়। থানায় মামলা দায়ের হওয়ার পর পুলিশের একটি টিম গঠন করা হয়। পুলিশের দলটি ঘটনার তদন্তে নেমে ছিনতাইকারি দলের সদস্যদের শনাক্ত করতে সক্ষম হয়। যথারীতি গ্রেপ্তার করা হয় ছিনতাইকারি দলের দুই সদস্যকে। ধৃতরা হল যোগেন্দ্রনগর রেন্টার্স কলোনির সুদীপ দাস ও প্রতাপগড় এলাকার সুব্রত দাস। তাদের কাছ থেকে ১০ টি স্মার্ট ফোন উদ্ধার করে পুলিস। ধৃতদের পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে রবিবার আদালতে সোপর্দ করে পূর্ব আগরতলা থানার পুলিশ। ছিনতাই-র কাজে ব্যবহুত বাইকটিও বাজেয়াপ্ত করা হয়েছে। একথা জানান পূর্ব আগরতলা থানার পুলিস।
রাজধানীতে ছিনতাইচক্রের দুই সদস্যকে জালে তুলল পুলিস
62
previous post