আগরতলা : স্বামী বিবেকানন্দ ময়দানের বিশাল সমাবেশে রাজ্য সরকারের নতুন প্রকল্পের ঘোষণা দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। তিনি প্রকল্পের ঘোষণা দিয়ে জানান মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনায় বি পিএল কার্ডধারী পরিবারে কন্যা সন্তান জন্ম তার নামে সরকার ৫০ হাজার টাকা বন্ড জমা করবে। কন্যা সন্তানের ১৮ বছর হলে সেই মেয়েকে দেওয়া হবে। এর অর্থ রাশি হবে ১০ লাখ টাকা। স্বামী বিবেকানন্দ ময়দানে এদিন সুবিশাল সমাবেশে বিপুল উৎসাহ নিয়ে অংশ নেন যুবক- যুবতী, নারী পুরুষ সহ সমাজের বিভিন্ন পেশার মানুষ। সাব্রুম থেকে ধর্মনগর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন সকাল থেকে আগরতলা মুখী হন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই স্বামী বিবেকানন্দ ময়দান দখল নেয় বিজেপির কর্মী- সমর্থকরা। মাঠ ভরে রাস্তায়ও লোকজন ভিড় করেন। সমাবেশে ভাষণ রাখতে গিয়ে বিজেপির জাতীয় সভাপতি মুখ্যমন্ত্রীর নামে রাজ্য সরকারের প্রকল্পের ঘোষণা দেন। তিনি জানান, মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনায় বি পি এল কার্ডধারী পরিবারে কন্যা সন্তান জন্ম তার নামে সরকার ৫০ হাজারত টাকা বন্ড জমা করবে। কন্যা সন্তানের ১৮ বছর হলে সেই মেয়েকে দেওয়া হবে। এর অর্থ রাশি হবে ১০ লাখ টাকা। সমাবেশে এই ঘোষণা দেন বিজেপির জাতীয় সম্পাদক জেপি নাড্ডা। এছাড়াও বৃদ্ধি করা হয়েছে মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনায় বিভিন্ন পর্ষদের পরীক্ষার প্রথম ১৪০ জন ছাত্রীকে স্কুটি দেওয়ার সংখ্যা। শুধু টি বি এস ই নয়, সি বি এস ই, আই সি এস ই উত্তীর্ণ ১৪০ জন ছাত্রীকে স্কুটি দেওয়া হবে। সমাবেশে বিজেপির জাতীয় সম্পাদক জে পি নাড্ডা, মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, সাংসদ বিপ্লব কুমার দেব, সংগঠন মন্ত্রী রবীন্দ্র রাজু, প্রদেশ বিজেপি প্রভারি রাজদ্বীপ রায়, নর্থ- ইস্টের সমন্বায়ক সম্বিত পাত্রা, মন্ত্রীসভার সদস্য রতন লাল নাথ, সুশান্ত চৌধুরী, সুধাংশু দাস, প্রনজিত সিংহ রায় সহ অন্যরা।
বিশাল সমাবেশে রাজ্য সরকারের নতুন প্রকল্পের ঘোষণা জে পি নাড্ডার
15