আগরতলা : সৎ মেয়ের উপর পাশবিক লালসা চরিতার্থ করার ঘটনায় দোষী ব্যক্তির ২০ বছরের যাবজ্জীবন কারাবাস। বুধবার পশ্চিম জেলার জেলা ও দায়রা আদালত এই রায় দেয়। ২০২৩ সালের আগস্ট মাসে রাজধানীর দক্ষিণ রামনগর এলাকায় ঘটে যায় লজ্জা জনক ঘটনা। সৎ বাবার পাশবিক লালসার শিকার হয় ১১ বছরের এক নাবালিকা। ঘটনার পর নাবালিকার মা অভিযুক্ত সৎ বাবাকে নিয়ে পালিয়ে গিয়েছিল। পরবর্তী সময় নাবালিকার বড় বোন সাব্রুম থেকে ছুটে এসে থানায় অভিযোগ দায়ের করে। ঘটনার তদন্ত করে তদন্তকারি অফিসার মামলার তদন্ত প্রক্রিয়া শেষ করে আদালতে চার্জশিট জমা দেয়। আদালতে বিচার প্রক্রিয়া চলাকালীন সময় ১৯ জন সাক্ষির সাক্ষ্য বাক্য গ্রহণ করা হয়। বিচার প্রক্রিয়া শেষে পশ্চিম জেলার জেলা ও দায়রা আদালত পক্সো আইন সহ একাধিক ধারায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করে। আসামিকে ২০ বছরের যাবজ্জীবন কারাদণ্ড সহ জরিমানা করা হয়। একথা জানান আদালতে সরকার পক্ষে মামলাটি পরিচালনাকারী আইনজীবী অস্মিতা বনিক। এমন ন্যক্কারজনক ঘটনার পর অভিযুক্তের বিরুদ্ধে ছিঃ ছিঃ রব পড়েছিল।
মেয়েকে ধর্ষণের ঘটনায় সৎ বাবাকে ২০ বছরের কারাবাসের নির্দেশ পশ্চিম জেলা দায়রা আদালতের
20