আগরতলা : প্রতিবছরের মতো এবার এবারো বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রাজধানীর জগন্নাথ জিউ মন্দির থেকে বের হয় রথ। বলরাম শুভদ্রাকে নিয়ে রথে চড়ে মাসির বাড়ি গেলেন জগন্নাথ। শুক্রবার বিকেলে জগন্নাথ জিউ মন্দির থেকে বের হয় ঐতিহ্য বাহী রথ যাত্রা। সকাল থেকেই রাজধানী সহ আবিভিন্ন জায়গা থেকে ভক্তরা ভিড় জমাতে থাকলেন রাজধানীর জগন্নাথ জিউ মন্দির চত্বরে। হাজার হাজার ভক্ত সমাগম ঘটে। বিকেলে মন্দির থেকে বের করে আনা হয় জগন্নাথ, বলরাম ও শুভদ্রাকে। বিকেলে বের হয় রথ। রথের দড়িতে টান দিতে ভক্তরা হুম্রি খেয়ে পড়েন। জগন্নাথ বাড়ি থেকে রথ বের হয়ে নগর পরিক্রমা করে জগন্নাথ মাসির বাড়ি যান বলরাম ও শুভদ্রাকে সঙ্গে নিয়ে। এদিকে রথকে কেন্দ্র করে বসে মন্দির চত্বরে মেলাও। বিভিন্ন জায়গা থেকে দোকানীরা রকমারি পসরা নিয়ে বসেছেন মেলায়। সাতদিন ব্যাপী থাকবে মেলা। এছাড়া জগন্নাথ জিউ মন্দিরে চলবে ধর্মীয় সভা আলোচনা সহ বিভিন্ন অনুষ্ঠান।
উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রাজধানীর জগন্নাথ জিউ মন্দির থেকে বের হয় রথ
129
previous post