আগরতলা : বাড়ছে দ্রব্য মূল্য, বিদ্যুৎ বিল। সমস্যায় আমজনতা। এসবের প্রতিবাদ জানিয়ে রাস্তায় নামছে প্রদেশ কংগ্রেস। ১০ জুলাই রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ কর্মসূচী সংগঠিত করবে কংগ্রেস। আগরতলায়ও দুপুরে হবে বিক্ষোভ কর্মসূচী। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে একথা জানান প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী। তিনি কেন্দ্র ও রাজ্যের বিজেপি সরকারের সমালোচনা করেন। প্রবীর বাবু বলেন, দেশ ও রাজ্যের বর্তমান অবস্থা আড়াল করার চেষ্টা করা হচ্ছে। এজন্য বিরোধী রাজনৈতিক দলগুলির স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডের উপর মারাত্মক ভাবে হস্তক্ষেপ বেড়েছে। কংগ্রেস- বাম বিধায়কদের উপরও হামলার চেষ্টা করা হচ্ছে। রাজনৈতিক কর্মসূচী বানচাল করার চেষ্টা করছে। এদিন প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কংগ্রেস এস সি ডিপার্টমেন্টের সভাপতি নিরঞ্জন দাস, নারী নেত্রী শ্রেয়সী লস্কর, যুব নেতা নীল কমল সাহা সহ অন্যরা।
বিজেপি সরকারের সমালোচনায় প্রদেশ কংগ্রেস মুখপাত্র
15