আগরতলা : বেশ কয়েক বছর ধরে রাজ্যে নিয়োগ নেই সরকারি স্বাস্থ্যকেন্দ্র গুলিতে ফার্মাসিস্ট। ২০১৬ সালের পর আর ফার্মাসিস্ট নিয়োগ করা হয়নি। নিয়োগের দাবিতে রাজ্যের বেকার ফার্মাসিস্টরা বহু দিন ধরে দাবি জানিয়ে আসছিল। অভিযোগ সরকার সেদিকে কর্ণপাত করেনি।অবশেষে বিজেপি- আই পি এফ টি দ্বিতীয় জোট সরকার ক্ষমতায় বসার পাঁচ মাসের মাথায় ২০০ জন ফার্মাসিস্ট নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করে সম্প্রতি। যদিও রাজ্যে বেকার ফার্মাসিস্টের সংখ্যা প্রায় ৪ হাজারের মতো। শুন্যপদও রয়েছে ৫ শতাধিক। এই অবস্থায় ২০০ এলোপ্যাথিক ফার্মাসিস্ট নিয়োগ করার বিজ্ঞপ্তি জারি করায় রাজ্যের মুখ্যমন্ত্রী ও সরকারকে ধন্যবাদ জানিয়েছেন ইন্ডিয়ান ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন ত্রিপুরা রাজ্য শাখার নেতৃত্ব। বাকি শুন্যপদেও যাতে লোক নিয়োগ করা হয় সেই দাবিও এদিন জানান নেতৃত্ব। ত্রিপুরা রাজ্য শাখার কার্যকরী কমিটির সদস্য নিখিল দেবনাথ এদিন সংগঠনের কিছু দাবিও আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে রাজ্য সরকারের গোছরে নেওয়ার চেষ্টা করেন। এর মধ্যে রয়েছে ত্রিপুরা স্টেট ফার্মাসি কাউন্সিলের মনোনীত সদস্য পুনর্গঠন করা¸ ড্রাগ লাইসেন্স কোয়ালিফাইড ফার্মাসিস্টদের দেওয়া হয়।