আগরতলা : আয়কর বিভাগের উত্তর-পূর্ব রিজিওনের উদ্যোগে মঙ্গলবার আয়কর ভবনে “নতুন আয়কর আইন-২০২৫ নিয়ে অনুষ্ঠিত হয় এই আলোচনা সভা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিফ কমিশনার অফ ইনকাম ট্যাক্স শিলং নিনগ্রেইরুম লংবাহ, জয়েন্ট কমিশনার অফ ইনকাম ট্যাক্স যুরহাট সন্দীপ মন্ডল সহ অন্যান্যরা। ১৯৬১ সালের ইনকাম ট্যাক্স আইন এতদিন লাগু ছিল। নতুন আয়কর আইন-২০২৫ কার্যকর হতে চলেছে। সেদিকে লক্ষ্য রেখে এইদিন আয়কর দাতা, আয়কর দপ্তরের কর্মী সহ অন্যান্যদের নিয়ে এই আলোচনা সভার আয়োজন করা হয়। নতুন আয়কর আইন উল্লেখযোগ্য ভাবে সরল করা হয়েছে। কম ধারা এবং অধ্যায় সহ, এটি বোঝা এবং বাস্তবায়ন করা সহজ করে তুলেছে। এতে কাঠামোগত সময়সূচীর পাশাপাশি সহায়ক টেবিল এবং সূত্রগুলি স্পষ্টতা উন্নত করার জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে। সামগ্রিক ভাবে আরও ভালো অ্যাক্সেস যোগ্যতা এবং স্বচ্ছতার জন্য ভাষা এবং বিন্যাসকে সহজলভ্য করা হয়েছে। গুরুত্বপূর্ণ ভাবে আইনটি বিদ্যমান কর নীতিগুলি সংরক্ষণ করে, ধারাবাহিকতা নিশ্চিত করে এবং ব্যবহারযোগ্যতা বৃদ্ধি করে। আয়কর আইন ২০২৫-এর মূল বৈশিষ্ট্য গুলি হল নয়া আয়কর আইনে পূর্ববর্তী বছরের ধারণা এবং মূল্যায়ন বছরের অনুসরণ করা হয়।পূর্ববর্তী বছর হলো সেই বছর যেখানে আয় অর্জিত হয়, অন্যদিকে মূল্যায়ন বছর হলো সেই বছর যেখানে আয়ের উপর কর আরোপ করা হয়। অর্থাৎ ১লা এপ্রিল থেকে ৩১শে মার্চ পর্যন্ত আর্থিক বছর হিসেবেই গণ্য করা হবে।
নতুন আয়কর আইন-২০২৫ নিয়ে আয়কর ভবনে আয়কর দাতা, আয়কর দপ্তরের কর্মীদের নিয়ে হয় আলোচনা সভা
34