আগরতলা : সম্প্রতি বিশ্রামগঞ্জ থানা এলাকায় ঘটে যায় এক অনভিপ্রেত ঘটনা। মারুতি ভ্যান গাড়িতে করে এক পরিবারের শিশু সহ পুরুষ ও মহিলারা উদয়পুরের মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে যাচ্ছিলেন পূজা দেওয়ার জন্য। বিশ্রামগঞ্জ থানা এলাকায় এক দল দুষ্কৃতি মারুতি ভ্যান গাড়িটি রাস্তায় আটক করে গাড়িতে থাকা যাত্রীদের মারধর করে। এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। যা মুখ্যমন্ত্রীর নজরেও আসে। সাথে সাথে মুখ্যমন্ত্রী পুলিসকে নির্দেশ দেন ঘটনার তদন্ত করে অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করার জন্য। বিশ্রামগঞ্জ থানায় এই নিয়ে একটি মামলাও দায়ের হয়। কিন্তু মামলা দায়ের হওয়ার পর থেকে অভিযুক্তরা পলাতক। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম আগরতলা থানার পুলিশ আগরতলার এক বেসরকারি হোটেল থেকে এক অভিযুক্তকে গ্রেপ্তার করে। ধৃত অভিযুক্তর নাম বাপ্পা দেবনাথ। পশ্চিম থানার পুলিশ বাপ্পা দেবনাথকে আটক করে বিশ্রামগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেয়। এই মামলার তদন্তকারি অফিসার মিঠুন সাহা জানান ধৃত বাপ্পা দেবনাথের বাড়ি বিশ্রামগঞ্জে। এই ঘটনায় তার সাথে আরও কয়েকজন যুক্ত রয়েছে। তাদেরকে গ্রেপ্তার করার জন্য তল্লাসি অভিযান চলছে। ধৃত বাপ্পা দেবনাথকে শনিবার আদালতে সোপর্দ করে বিশ্রামগঞ্জ থানার পুলিশ। তবে বিশ্রামগঞ্জের ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে জনমনে দেখা দিয়েছে প্রশ্ন।
বিশ্রামগঞ্জের ঘটনায় আগরতলার বেসরকারি হোটেল থেকে গ্রেপ্তার এক অভিযুক্ত
12