আগরতলা : লোকসভা নির্বাচনকে সামনে রেখে উপজাতি এলাকায় সংগঠনকে শক্তিশালী করার উপরে জোর দিয়েছে প্রদেশ কংগ্রেস। বিভিন্ন দল থেকে আদিবাসী নেতা- কর্মী কংগ্রেসে শামিল হচ্ছেন।ম্নগ্লবার প্রদেশ কংগ্রেস ভবনে আদিবাসী কংগ্রেসের এক সভা হয়। এদিন বিজেপি সহ বিভিন্ন দল ছেড়ে কয়েকজন নেতা- কর্মী আদিবাসী কংগ্রেসে যোগ দেন। তাদের বরণ করে নেন দলের নেতৃত্ব। এদিন পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী প্রদেশ কংগ্রেস ভবনে হয় আদিবাসী কংগ্রেসের বৈঠক। উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মণ, প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, প্রাক্তন বিধায়ক দিবাচন্দ্র রাংখল, আদিবাসী কংগ্রেস নেতা শব্দ কুমার জমাতিয়া সহ অন্যরা।বৈঠকে আদিবাসী কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতারা অংশ নেন। প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বলেন, মূলত লোকসভার প্রাক প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। আদিবাসী এলাকার সাংগঠনিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়েছে।তিনি আশা প্রকাশ করেন আগামী লোকসভা নির্বাচনে একটা ভালো শক্তি পাহাড় থেকে উঠে আসবে। সমতল এলাকায় সাংগঠনিক বিস্তৃতি আরও ব্যাপক ভাবে জাতি- উপজাতির সমন্বয়ের মাধ্যমে গড়ে উঠবে।
উপজাতি এলাকায় সাংগঠনিক শক্তি বাড়ানোর উপরে জোর কংগ্রেসের
705
previous post