আগরতলা : মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব, সুস্থ কৈশোর অভিযানের জেলা ভিত্তিক কর্মসূচীর উদ্বোধন হয় একই দিনে। রাজ্যের বিভিন্ন জেলার সঙ্গে পশ্চিম জেলার কর্মসূচীর সূচনা হয় মঙ্গলবার। মুখ্য স্বাস্থ্য আধিকারিক পশ্চিম ত্রিপুরা জেলা কার্যালয়ের তরফে হয় জেলা ভিত্তিক অনুষ্ঠান।শহরতলী আনন্দনগর হাসপাতাল চৌমুহনী স্থিত কমিউনিটি হলে এই অভিযানের সূচনা করেন বিধায়ক মিনা রানী সরকার। উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি হরি দুলাল আচার্য, জেলা স্বাস্থ্য আধিকারিক রঞ্জন বিশ্বাস সহ বিশিষ্টজনেরা। বিদ্যালয়, অঙ্গনওয়াড়িকেন্দ্র এবং বাড়ি বাড়ি অভিযানের মাধ্যমে শূণ্য থেকে ১৯ বছর বয়সের কিশোর-কিশোরীদের আয়রন ও কৃমিনাশক ওষুধ বিতরণ করা হয়। তিন অক্টোবর পর্যন্ত চলবে এই কর্মসূচী।
পশ্চিম জেলা ভিত্তিক অভিযানের সূচনা করেন বিধায়ক
459
previous post