আগরতলা : রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালে নর্মাল থেকে সিজারিয়ান ডেলিভারি বেশি হয়। বেশিরভাগই রেফার গর্ভবতী মহিলাদের সিজার করা হয়। কারণ তাদের শারীরিক অবস্থা জটিল থাকায়। আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ ও জিবিতে সাংবাদিক সম্মেলনে একথা জানান বিশিষ্ট স্ত্রী রোগ চিকিৎসক প্রফেসার ডাঃ জয়ন্ত রায়। এ জি এম সি ও জিবির বিভিয়াগের বর্তমান অবস্থা, পরিষেবার মান ও আগামী দিনের পরিকল্পনা তুলে ধরতে সাপ্তাহিক সাংবাদিক সম্মেলন করা হয় বৃহস্পতিবার। এই বৃহস্পতিবার স্ত্রী ও প্রসুতি বিভাগের বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলন করা হয়। উপস্থিত ছিলেন জিবির এম এস শঙ্কর চক্রবর্তী, স্ত্রী রোগ চিকিৎসক ডাঃ জয়ন্ত রায়, প্রফেসার ডাঃ জে এল বৈদ্য, এসোসিয়েট প্রফেসার আশিস রক্ষিত। সাংবাদিক সম্মেলনে চিকিৎসক ডাঃ জে এল বৈদ্য জানান, গর্ভবতী মায়েদের জন্য শীঘ্রই আই সি ইউ খোলা হবে। যারা খুব অসুথ থাকেন তাদের জন্য এটি খোলা হবে। স্ত্রী রোগ বিভাগের চিকিৎসা পরিষেবা নিয়ে কথা বলতে গিয়ে প্রফেসার ডাঃ জয়ন্ত রায় বলেন,জিবি হাসপাতালে সিজারিয়ান সংখ্যা সামান্য বেশি। গর্ভবতী মহিলারা যারা চিকিৎসার জন্য আসেন তাদের সমস্ত চিকিৎসা বিনা মূল্যে দেওয়া হয়। এছাড়াও বিভিন্ন বিষয় উঠে আসে সাংবাদিক সম্মেলনে।
জিবিতে গর্ভবতী মায়েদের জন্য শীঘ্রই আই সি ইউ খোলা হবে
193
previous post