আগরতলা : পন্ডিত দীনদয়াল উপাধ্যায় বিশ্বাস করতেন প্রকৃতির মধ্যে যে সম্পদ আছে তাতেই প্রগতি সম্ভব। পৃথক পৃথকভাবে যদি আমরা থাকি তাহলে প্রগতি আসবে না। প্রগতির জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সোমবার পন্ডিত দীনদয়াল উপাধ্যের জন্মজয়ন্তীর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বললেন মুখ্যমন্ত্রী সাহা। রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে হয় এদিন অনুষ্ঠান। অনুষ্ঠানে পুরস্কৃত করা হয় পন্ডিত দীনদয়াল উপাধ্যায় জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত প্রবন্ধ প্রতিযোগিতায় বিজয়ীদের। এছাড়া এদিন অনুষ্ঠান শেষে হয় উন্মুক্ত ক্যুইজ প্রতিযোগিতা। আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় বিশ্বাস করতেন পাশ্চাত্যের ভাবনায় বা পাশ্চাত্যের দর্শনে ভারতবর্ষের কল্যাণ হবে না। দেশের সার্বিক বিকাশ ও জনগণের কল্যাণে প্রয়োজন ভারতীয়বোধের ভাবধারার এমন এক জীবন দর্শন যা সকলকে ঐক্যবদ্ধ রাখবে ও সকলের কল্যাণ হবে। মুখ্যমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী হওয়ার পর দেশে পন্ডিত দীনদয়াল উপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখার্জির মতো দেশের মূলধারার রাজনৈতিক ব্যক্তিত্বদের জন্মজয়ন্তী উদযাপন করা হচ্ছে। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে তাদের জীবন দর্শন তুলে ধরা হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব পিকে চক্রবর্তী, অধিকতা বিম্বিসার ভট্টাচার্য সহ বিশিষ্ট জনেরা।
মূলধারার রাজনৈতিক ব্যক্তিত্বদের জন্মজয়ন্তী উদযাপন করা হচ্ছে মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর- মুখ্যমন্ত্রী
মূলধারার রাজনৈতিক ব্যক্তিত্বদের জন্মজয়ন্তী উদযাপন
197
previous post