টি এস আর জওয়ানদের পরিবারের সদস্যদের আবাসন ছাড়ার নোটিস দিলেন টি এস আর পঞ্চম বাহিনীর কমান্ডেন্ট। আবাসন ছাড়তে নারাজ জওয়ানদের পরিবারের সদস্যরা কমপ্লেক্সের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান। আগরতলা সিদ্ধি আশ্রম এলাকায় রয়েছে টি এস আর পঞ্চম ব্যাটেলিয়নের আবাসন। সেখানে টি এস আর জওয়ানদের পরিবারের সদস্যরা থাকেন। বর্তমানে যারা রয়েছেন তাদের মধ্যে কেউ ২-৩ কিংবা ৫-৭ বছর ধরে থাকছেন আবাসনে। ছেলেমেয়েরা স্কুল- কলেজে লেখাপড়া করছেন। এই অবস্থায় টি এস আর পঞ্চম ব্যাটেলিয়নের কমান্ডেন্ট তাদের নোটিশ দিয়েছেন কোয়ার্টার ছেড়ে দেওয়ার জন্য। ইতি মধ্যে তিনটি নোটিশ দিয়েছেন। ডাবল বেতন কেটে নেওয়ারও হুমকি দিয়েছেন বলে অভিযোগ কমান্ডেন্টের বিরুদ্ধে। এতে সমস্যায় পড়ছেন বিভিন্ন জায়গা থেকে সন্তানদের নিয়ে কোয়ার্টারে থাকা জওয়ানদের পরিবার। তাদের বক্তব্য যখন কোয়ার্টারে আসেন তখন তো তিন বছর পরে চলে যাওয়ার কথা বলা হয়নি। এখন তারা কোথায় যাবেন। কোয়ার্টার চত্বরে নিরাপদে তারা থাকতে পারেন। কিন্তু এখান থেকে বের হলে কোথায় থাকবেন নিরাপদে সন্তানদের নিয়ে। ক্ষুব্ধ টি এস আর জওয়ানদের পরিবারের মহিলারা শনিবার বিকেলে কোয়ার্টার কমপ্লেক্সে গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান। তারা ডিজিপি সহ পুলিস আধিকারিকদের কাছে আবেদন জানান তাদের বিষয়টি দেখার জন্য।