আগরতলা : যারা এখনও রক্তদানে নিরুৎসাহিত আছেন তাদের রক্তদানে উদ্বুদ্ধ করার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। জাতীয় স্বেচ্ছা রক্তদান দিবসে এই আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী। প্রতিবছর এই দিবস রাজ্যে পালন করা হয়। এবছর জাতীয় স্বেচ্ছা রক্তদান দিবসের অনুষ্ঠান হয় রাজধানীর মহারাণী তুলসিবতী বালিকা বিদ্যালয়ে। ত্রিপুরা রাজ্য রক্ত সঞ্চালন পর্ষদ , স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিকর্তা সহ অন্যরা। মুখ্যমন্ত্রী এদিন বলেন, রক্তদান করলে শরীর সুস্থ থাকে। রক্ত দিলে নিজের শরীরে কোন রোগ আছে কিনা তাও জানা যায়। তিনি বলেন, বিধানসভা নির্বাচনের পড়ে রক্তদান শিবির করার জন্য আহ্বান জানালে চারিদিক মানুষ এগিয়ে এসেছেন। বিভিন্ন স্বেচ্ছাসেবি সংস্থা সংগঠন এগিয়ে এসেছেন। মুখ্যমন্ত্রী বলেন, জন সংখ্যার এক শতাংশ রক্ত মজুত থাকতে হয় রক্ত। মুখ্যমন্ত্রী এদিন করোনার সময়কালের কথা উল্লেখ করে বলেন প্রধানমন্ত্রী বিনা পয়সায় দেশ বাসীর জন্য ভ্যাকসিনের ব্যবস্থা করেছেন।