আগরতলা : মায়ের গমনর ও শারদ সম্মান নিয়ে রবিবার প্রস্তুতি বৈঠক হয়। এদিন রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে হয় প্রথম প্রস্তুতি বৈঠক। পূজা শান্তিপূর্ণ ভাবে অতিবাহিত করার পাশাপাশি মায়ের গমন অনুষ্ঠান যাতে সুন্দর ভাবে সেসব বিষয়ে আলোচনা করা হয়। তথ্য-সংস্কৃতি দপ্তরের উদ্যোগে হয়ে থাকে এই অনুষ্ঠান। এদিন সভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, তথ্য-সংস্কৃতি দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী, অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য, পুর নিগমের কমিশনার ডঃ শৈলেশ কুমার যাদব, পশ্চিম জিলা পরিষদের সভাধিপতি হরি দুলাল আচার্য, পশ্চিম জেলার পুলিস সুপার, জেলার জেলা শাসক সহ অন্যরা। এদিনের বৈঠকে অংশ নিয়েছেন শহরের বিভিন্ন ক্লাবের প্রতিনিধি, পুলিস, প্রশাসন সহ বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিকরা। বৈঠকে ঠিক হয়েছে ২৬ অক্টোবর হবে মায়ের গমন। বিগত দুই বছরের মতো এবছরও আগরতলা সিটি সেন্টারের সামনে হবে মায়ের গমন অনুষ্ঠান। আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, পূজা, মায়ের গমন সবকিছু যাতে সুন্দর ভাবে অতিবাহিত হয় এবছর। তিনি কুমারঘাটের মর্মান্তিক ঘটনাটি তুলে ধরে বলেন, উন্মাদনার মধ্যে যদি ক্ষত তৈরি হয় টা কিন্তু শুকিয়ে যায় না।