167
আগরতলা : বাঙালি মহিলা সমাজের রাজ্য সম্মেলন ও সমাবেশ হয় আগরতলায়। সোমবার প্রথমে বিভিন্ন দাবিকে সামনে রেখে শহরে মিছিল করে সংগঠন। এদিন রাজধানীর শিবনগর আমরা বাঙালি রাজ্য কার্যালয়ের সামনে থেকে বের হয় মিছিল। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিল থেকে দাবি জানানো হয় সমাজে নারী নির্যাতন, ধর্ষণ, খুন, নারী পাচার বন্ধ করা, প্রতিটি নারির সামাজিক- অর্থনৈতিক নিরাপত্তা সুনিশ্চিত করা, চাকরি সহ লোকসভা, বিধানসভার মতো আইনসভা গুলিতে নারীদের জন্য ৫০ শতাংশ আসন সংরক্ষণ, নতুন জাতীয় শিক্ষা নীতিতে বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষায় অন্তর্ভুক্ত করার দাবি জানায় তারা। সংগঠনের নেত্রিত্বের অভিযোগ রাজ্যে বেড়ে চলেছে নারী ঘটিত অপরাধ।