আগরতলা : ত্রিপুরাকে উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে মডেল রাজ্য হিসেবে গড়ে তোলার উপর জোর দিলেন মুখ্যমন্ত্রী। সেই লক্ষ্যে ত্রি-স্তর পঞ্চায়েতের জন প্রতিনিধি সহ সকলকে কাজ করার আহ্বান জানালেন ডাঃ মানিক সাহা। প্রধান মন্ত্রী আবাস যোজনা গ্রামীণ, পরিষ্কার পরিচ্ছন্নতা সহ বিভিন্ন স্কিমে পুরস্কৃত হয়েছে বিভিন্ন পঞ্চায়েতকে। প্রতিটি জেলার পঞ্চায়েতকে মঙ্গলবার এক অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কৃত করা হয়।এদিন পুরস্কৃত হয়েছে ২৭ টি গ্রাম পঞ্চায়েত। প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণে বিশেষ পুরষ্কার পেয়েছে উত্তর জেলা। এদিন সংশ্লিষ্ট পঞ্চায়েতের প্রতিনিধিদের হাতে পুরষ্কার তুলে দেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।এদিন অরুন্ধতীনগর পঞ্চায়েত রাজ প্রশিক্ষণ কেন্দ্রের স্বরাজ ভবনে হয় অনুষ্ঠান গ্রাম উন্নয়ন দপ্তরের উদ্যোগে NPA এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ স্কিমের ডিজিটাল লেনদেন কমপ্লায়েন্ট এবং রাজ্য স্তরের পুরস্কার প্রদান অনুষ্ঠান। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন মুখ্য সচিব জে কে সিনহা, গ্রাম উন্নয়ন ও পঞ্চায়েত দপ্তরের সচিব সহ অন্যরা।অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিভিন্ন বিষয় তুলে ধরেন। তিনি বলেন,বর্তমান সরকারের কাজকর্মে মানুষ খুশি। মানুষ এই সরকারের উপর আস্থা রাখছেন।তিনি আরও বলেন গায়ের জোরে কিছু হবে না। ট্র্যান্সপারেন্সি না থাকলে কিছু কাজ হয় না।
পঞ্চায়েত প্রতিনিধিদের হাতে পুরষ্কার তুলে দেন মুখ্যমন্ত্রী
ত্রিপুরাকে উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে মডেল রাজ্য হিসেবে গড়ে তোলার উপর জোর দিলেন মুখ্যমন্ত্রী
161
previous post