আগরতলা : অষ্টমীতে কুমারি মায়ের পূজা হয়ে থাকে বিভিন্ন দুর্গা মণ্ডপে। দুর্গা পুজোর অন্যতম অঙ্গ হল কুমারী পুজো । নাবালিকা শিশুকন্যাকে পুজো করে নারীশক্তিকেই সম্মান জানানো হয় এই পুজোর মাধ্যমে।রবিবার মহাষ্টমীতে কুমারি পূজা হয় রাজধানীর বাধারঘাট বাউল বাড়িতে। চার বছর ধরে বাউল বাড়িতে হয়ে আসছে দেবী দুর্গার আরাধনা। এবছর তাদের বাড়ির পূজা চতুর্থ বর্ষে পদার্পণ করলো। প্রতিবছরই অষ্টমীতে কুমারি মায়ের পূজা হয়। এবছরও ব্যতিক্রম ঘটেনি। রবিবার সকালে নিয়ম মেনে হয় পূজা। এবছর কুমারি রূপে পূজা করা হয় বিবিধা ভট্টাচার্যকে। ৯ বছরের বিবিধার বাড়ি রাজধানীর কৃষ্ণনগরের বাসিন্দা বিশ্বরূপ ভট্টাচার্য ও বর্ণিতা ভট্টাচার্যের কন্যা। শ্রীকৃষ্ণ মিশনের ছাত্রী বিবিধা। এদিন কুমারি মায়ের পূজা দেখত্বে এলাকা সহ বিভিন্ন জায়গার লোকজন ভিড় করেন বাউল বাড়িতে। মায়ের আশীর্বাদ গ্রহণ করেন। কুমারি রূপে পুজিত হওয়া বিবিধার – পরিবারের লোকজন খুশি নিজের সন্তান কুমারি রূপে পুজিত হওয়ায়।
কুমারি রূপে পুজিত হলেন বিবিধা ভট্টাচার্য
183
previous post