আগরতলা : চলতি মাসের ৪ তারিখ ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি আগরতলার সমাবর্তন অনুষ্ঠান। প্রতিষ্ঠানের ক্যাম্পাসেই হবে ১৬ তম সমাবর্তন অনুষ্ঠান। এদিন ডিগ্রি প্রদান করা হবে ৪৫ জন পি এইচ ডি, ১১৭ জন এম টেক, ১২ জন এম সি এ, ৩১ জন এম বি এ, ১৯ জন এম এস সি, ৭৭৩ জন বি টেক, ৫২ জন বি এস, ১৪ জন বি টি, ৩৭ জন বি এস এম এস, ৭ জন বি টি এম টি গ্র্যাজুয়েটদের। বৃহস্পতিবার এন আই টি আগরতলা সেন্টারে সাংবাদিক সম্মেলনে একথা জানান প্রতিষ্ঠানের অধিকর্তা প্রফেসর এস কে পাত্র। তিনি জানান, সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, আই আই টি খড়গপুরের প্রাক্তন অধিকর্তা অধ্যাপক দামোদর আচার্য, এন আই টি আগরতলা বোর্ড অব গভর্নরসের চেয়ারম্যান বিনোদ বাউরি। সাংবাদিক সম্মেলনে অধিকর্তা আরও জানান, এই প্রতিষ্ঠান দেশের শীর্ষ কারিগরি প্রতিষ্ঠান গুলির মতোই এগিয়ে যাচ্ছে। ৬ বছর ধরে এন আই টি আগরতলা দেশের বিভিন্ন ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান গুলির মধ্যে এন আই আর এফ র্যাং কিং এ ১০০-র মধ্যে স্থান করে নিয়েছে। এদিন সাংবাদিক সম্মেলনে রেজিস্টার সহ অন্যরা উপস্থিত ছিলেন।
এন আই টির সমাবর্তন ৪ নভেম্বর
255
previous post