125
ত্রিপুরা আগরতলা : ১০০ রকম চিকেনের খাবারের আইটেম নিয়ে শুরু হল চিকেন উৎসব।১০ দিন ব্যাপী চিকেন ফুড উৎসবের উদ্বোধন হয় শনিবার। আগরতলা ক্লাবের তরফে হচ্ছে এই খাবার উৎসব। রাজধানীর কলেজটিলা পুরনো লেক ভিউ-তে হচ্ছে এই চিকেন খাবার উৎসব। এদিন এর উদ্বোধন করলেন পদ্মশ্রী জিমন্যাসট দীপা কর্মকার। উপস্থিত ছিলেন দ্রোণাচার্য কোচ বিশ্বেশ্বের নন্দী, আগরতলা ক্লাবের অধিকর্তা প্রাণ গোপাল সাহা সহ বিশিষ্টজনেরা। মাত্র একটি আইটেম ছাড়া বাকি সব খাবারই একই দামে পাওয়া যাচ্ছে। জিমন্যাস্ট দীপা কর্মকার এদিন সকলের কাছে আবেদন রাখেন সপরিবারে এই চিকেন ফুড উৎসবে এসে তা উপভোগ করার জন্য। তবে খাবারের সঙ্গে সঙ্গে শরীর সুস্থ রাখতে শারীরিক কসরত করার জন্যও বলেন তিনি।