আগরতলা : এবারের বিধানসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়া জয়ী হওয়া সম্ভব ছিল না। রাজধানীর নজরুল কলাক্ষেত্রে রবিবার এক সংবর্ধনা অনুষ্ঠানে একথা বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। নতুনভাবে আসাম ও ত্রিপুরায় ভারতীয় জনতা পার্টির সংগঠনের সাধারন সম্পাদকের দায়িত্ব পেয়েছেন জি আর রবীন্দ্র রাজু। রবিবার ত্রিপুরা ও আসামের সাংগঠনিক সাধারন সম্পাদকের দায়িত্ব প্রাপ্ত জি আর রবীন্দ্র রাজু ত্রিপুরায় আসেন। এদিন উনাকে বিজেপির তরফে সংবর্ধনা দেওয়া হয়। নজরুল কলাক্ষেত্রে হয় অনুষ্ঠান। এতে দলের সমস্ত বিধায়ক-মন্ত্রী, প্রদেশ নেতৃত্ব সহ বিভিন্ন স্তরের কার্যকর্তা, জন প্রতিনিধিরা অংশ নেন। নতুন সংগঠনের সাধারণ সম্পাদকের পাশাপাশি বিদায়ি ফণীন্দ্র নাথ শর্মাকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তিনি আসন্ন লোকসভা নির্বাচনে ত্রিপুরার দুটি আসনে বিজেপির জয় নিয়ে আশাব্যক্ত করে দাবি করেন আগের তুলনায় বেশি ভোট পাবেন দুই আসনের প্রার্থীরা। পাশাপাশি রাজ্যের দুটি বিধানসভা আসনের উপ-নির্বাচন নিয়ে আশাবাদী মুখ্যমন্ত্রী।তিনি সর্বভারতীয় স্তরে বিরোধীদের গঠন করা ইন্ডিয়ার সমালোচনা করেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, কেন্দ্রিয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মণ সহ অন্যরা।
মুখ্যমন্ত্রীর নিশানায় বিরোধীরা
165