161
আগরতলা : ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানদের সঙ্গে আলোর উৎসব দীপাবলির আনন্দ ভাগ করে নিলেন কেন্দ্রীয় প্রতি মন্ত্রী প্রতিমা ভৌমিক। রবিবার সন্ধ্যায় আখাউড়া সুসংহত স্থল বন্দরে যান কেন্দ্রীয় প্রতি মন্ত্রী। সিম্নাতে গিয়ে ভারতীয় সিম্নাত রক্ষী বাহিনীর জওয়ানদের সঙ্গে মোম জ্বালিয়ে আলোর উৎসবে মেতে উঠেন।দীপাবলি উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেন বি এস এফের পাশাপাশি বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানদেরও। তাদের হাতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক মিষ্টি তুলে দেন। তিনি বলেন গোটা দেশে একসঙ্গে দীপাবলি উৎসব পালন করা হয়। তিনি মায়ের কাছে প্রার্থনা করেন সকলের জীবনে যাতে সুখ সমৃদ্ধি নিয়ে আসে। এদিন সেখানে বি এস এফের বিভিন্ন স্তরের আধিকারিকরাও উপস্থিত ছিলেন।