আগরতলা : নিজে চেয়ারম্যান থাকাকালীন বেড়েছে ওয়াকফ বোর্ডের ২০২১-২২ অর্থ বছর থেকে। এই অর্থবছর থেকে হয়েছিল ২০২২-২৩ অর্থ বছরে মোট আয় সাংবাদিক সম্মেলনে তুলে ধরেন ওয়াকফ বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান শাহ আলম। তিনি ১১ মাস ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান ছিলেন। বর্তমানে রাজ্য হজ কমিটির চেয়ারম্যান শাহ আলম। বুধবার হজ ভবনেই সাংবাদিক সম্মেলন করেন তিনি। ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান থাকাকালিন আয়ের হিসেব তুলে ধরার পাশাপাশি রাজ্য হজ কমিটির বিভিন্ন বিষয়ও জানান। তিনি বলেন, হজ কমিটির মাধ্যমে ৩ মাসের কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হয়। যারা প্রশিক্ষণ নেবেন তাদের কমপক্ষে মাধ্যমিক আলিম পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।তাদের ফি থাকার ব্যবস্থা আছে। মহিলাদের প্রার্থীদের সঙ্গে একজন অভিভাবক থাকতে পারবেন।
আয় বেড়েছে ওয়াকফ বোর্ডের- শাহ আলম
153