আগরতলা : প্রতিবছরের মতো এবারো রাজধানীর বিভিন্ন মন্দির, সংস্থায় হচ্ছে জগদ্ধাত্রী পূজা।যিনি জগৎকে ধারন করে রেখেছেন তিনিই জগদ্ধাত্রী। দেবী দুর্গার আর এক রূপ। দেবী দুর্গা সিংহবাহিনী দশভুজা। দেবী জগদ্ধাত্রী সিংহবাহিনী চতুর্ভুজা। মহিষাসুর বধের পর দেবতারা অহঙ্কারী হয়ে ওঠেন। তাঁরা ভুলেই যান দেবী জগদ্ধাত্রীর শক্তিতেই তাঁরা শক্তিমান। তা বুঝে দেবী অহং নাশের উদ্দেশ্যে একখণ্ড তৃণ রেখে অগ্নিকে বলেন দগ্ধ করতে এবং বায়ুকে বলেন তা স্থানচ্যুত করতে। অগ্নি এবং বায়ু ব্যর্থ হন। দেবতাদের ভুল ভাঙে। ভুল ভাঙার পর তাঁরা দেবী জগদ্ধাত্রীকে সকল শক্তির শ্রেষ্ঠ বলে গ্রহণ করেন। কার্তিক মাসের শুক্ল নবমীতে দেবী জগদ্ধাত্রী পূজিত হন। রবিবার রাজধানীর বিভিন্ন স্থানে জগদ্ধাত্রী পূজা হয়। রাজধানীর আনন্দময়ী কালী মন্দির ও ত্রিনয়নী সামাজিক সংস্থার উদ্যোগে জগদ্ধাত্রী পূজা করা হয়। সেখানেও ভক্তরা নিষ্ঠাভরে পুজায় সামিল হয়। এছাড়াও বিভিন্ন জায়গায় পূজিত হচ্ছেন জগদ্ধাত্রী।
প্রতিবছরের মতো এবারো রাজধানীর বিভিন্ন মন্দির, সংস্থায় হচ্ছে জগদ্ধাত্রী পূজা
98
previous post