আগরতলা : সবজির মূল্যবৃদ্ধি রুখতে বাজারে অভিযান জারি রেখেছেন প্রশাসনের আধিকারিকরা। বুধবার মহারাজগঞ্জ সহ বিভিন্ন বাজারে অভিযানে নামেন খাদ্য দপ্তরের আধিকারিক নির্মল অধিকারী সহ অন্যরা। খাদ্য সামগ্রীর মূল্য অস্বাভাবিক হারে মূল্যবৃদ্ধি পাওয়ায় সমস্যায় নিম্ন-মধ্যবিত্ত অংশের মানুষ। বিশেষ করে সবজির দাম বেড়ে যাওয়ায় সাধারণ থেকে মধ্যবিত্ত কি খাবেন তা নিয়ে রয়েছে দ্বিধায়।সদর মহকুমা প্রশাসন , খাদ্য দপ্তর সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মীদের নিয়ে গঠিত বিশেষ টাস্ক ফোর্স অস্বাভাবিক মূল্য নিয়ন্ত্রন করতে মাঠে নেমেছে ।বুধবার ক্ষোদ মাঠে নামলেন খাদ্য দপ্তরের অধিকর্তা নির্মল অধিকারীর নেতৃত্বে খাদ্য দপ্তরের উপ অধিকর্তা সহ মহকুমা প্রশাসনের আধিকারিকেরা। রাজধানীর মহারাজগঞ্জ বাজারে সবজি সহ বিভিন্ন দোকানে তাঁরা অভিযান চালান।খাদ্য অধিকর্তা জানান, ক্রেতাদের কাছ থেকে বেশি দাম না রাখার জন্য বিক্রেতাদের কাছে আহ্বান জানানো হয় এদিন। যানবাহন চলাচল বহিঃরাজ্যের সঙ্গে স্বাভাবিক রয়েছে। এই অবস্থায় সবজির মূল্য বৃদ্ধি যে কাম্য নয় তা স্পষ্ট করে দিয়েছেন খাদ্য অধিকর্তা নির্মল অধিকারী। এদিকে মহারাজগ্নব্জ বাজার সহ এম বি টিলা বাজারের দুয়েকটি দোকানে বানিজ্যিকের বদলে ঘরোয়া গ্যাস সিলিন্ডার ব্যবহার করায় তা বাজেয়াপ্ত করা হয়েছে। তাদের নোটিশ দেওয়া হয়ে। এছাড়াও মহারাজগঞ্জ বাজারে একটি দোকানে অসঙ্গতি পাওয়ায় বন্ধ করে দেওয়া হয়। বাজারে অবৈধ ভাবে রেশনের চালও উদ্ধার করেছেন আধিকারিকরা।
সবজির মূল্যবৃদ্ধি রুখতে বাজারে অভিযান জারি রেখেছেন প্রশাসনের
159
previous post