144
আগরতলা : আপোষহীন ধারার বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর জন্মদিন প্রতি বছর রাজ্যেও উদযাপন করা হয়। বিভিন্ন সংগঠনের তরফে জন্মদিনে শ্রদ্ধা জানানো হয় স্বাধীনতা সংগ্রামীকে। প্রতিবছর বিভিন্ন সংগঠনের তরফে হয় অনুষ্ঠান। এবছরও এর ব্যতিক্রম ঘটেনি। রবিবার ক্ষুদিরাম বসুর ১৩৫ তম জন্মদিনে শ্রদ্ধা জানানো হয় ক্ষুদিরাম বসু স্মৃতি রক্ষা কমিটির তরফে। এদিন সকালে উজ্জয়ন্ত প্রাসাদের সামনে ক্ষুদিরাম বসুর পূর্ণাবয়ব মূর্তিতে এসে শ্রদ্ধা জানান কমিটির কর্মকর্তারা। ক্ষুদিরাম বসু স্মৃতি রক্ষা কমিটির নেতৃত্ব এদিন বলেন, দেশের স্বাধীনতার ৭৭ বছর পরেও স্বাধীনতার পূর্বের সামাজিক অবস্থান এখনও বিদ্যমান আছে। বীর বিপ্লবীরা যে কারণে আত্মবলিদান দিয়েছেন তা এখনও পূরণ হয়নি।